আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

দৃষ্টি প্রতিবন্ধী সন্তানকে স্কুলে ভর্তি করতে বাবা-মায়ের আকুতি

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের মুন্সির হাট মাদ্রাসা পাড়ার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী শরীফ আলী। চোখে আলো না থাকায় সবকিছু যে তার কাছে অন্ধকারাচ্ছন্ন। অন্ধত্ব তার কাছে বড় অভিশাপ! একদিকে অন্ধত্বের অভিশাপ, অন্যদিকে লেখাপড়া ছাড়া ভবিষ্যত নিয়ে অনিশ্চিত জীবন শরীফ আলীর।

করোনায় সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে আনন্দিত শিক্ষার্থীরা। কিন্তু চিন্তার শেষ নেই ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী শিশু শরীফের। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় মাধ্যমিকের কোনো বিদ্যালয়েই ভর্তির সুযোগ পাচ্ছে না সে। তবে কি দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থীর শিক্ষার জীবন এখানেই শেষ এমন প্রশ্ন শিক্ষার্থীর বাবা-মার?

ঠাকুরগাঁও শহরের মুন্সির হাট মাদ্রাসা পাড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তান শরীফ। ছোটবেলায় মাত্র তিনবছর বয়সে মারাত্মক রোগে দৃষ্টিশক্তি হারিয়ে যায় তার। অনেক কষ্টে তার মা বাবা দেশে ও ভারতে চিকিৎসা করান। কিন্তু টাকার অভাবে ভারতে উন্নত চিকিৎসা করাতে পারে নি তার পরিবার।

শরীফ জানায়, দৃষ্টি প্রতিবন্ধীরা পরিবার ও সমাজের বোঝা। বোঝা হয়ে সে থাকতে চায়না। তাই পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পর ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রথমে স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও পরবর্তীতে সমাজ সেবা কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ে বহুবার যোগাযোগ করেছে সে। এরই মধ্যে প্রায় আট মাস অতিবাহিত হয়ে গেছে। কালক্ষেপণ করে সকলেই তাকে আশ্বাস দিলেও কেউই তার ভর্তির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। স্কুলে ভর্তির বিষয়ে প্রধানমন্ত্রীসহ শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন শরীফ আলি।

এদিকে দৃষ্টি প্রতিবন্ধী সন্তানের ভবিষ্যত ও সুচিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন দরিদ্র পিতা-মাতা। শরীফের বাবা রমজান আলীর অভিযোগ করেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের ভর্তির কোটা ও নিয়ম থাকলেও তা মানা হচ্ছেনা। তার দৃষ্টি প্রতিবন্ধী সন্তানের শিক্ষার ক্ষেত্রে কারো সহযোগিতাও পাচ্ছেন না তিনি।

শরীফের মা শফুরা বেগম জানান, তার মৃত্যুর পর শরীফ অসহায় হয়ে পড়বে। কেউই তার পাশে থাকবে না। তাই লেখাপড়া জানা থাকলে ভবিষ্যতে আর যাই হোক শরীফকে ভিক্ষা করে চলতে হবে না। তাই সন্তানের স্কুলে ভর্তির বিষয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি ও সহযোগিতা কমনা করেন তিনি।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আল মামুন জানান, জেলা সমাজ সেবা কার্যালয়ের অধীনে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেলে শরীফ ভর্তি রয়েছে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হোস্টেল বন্ধ রয়েছে। হোস্টেলে সংশ্লিষ্ট শিক্ষক ও জনবল সংকটের কারণে শিক্ষা কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে শরীফের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বিষয়ে চেষ্টা চলছে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্ত রায় জানান, সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে তার বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ থাকলেও এর জন্য নির্দিষ্ট শিক্ষক ও উপকরণ সুবিধা নেই। বিদ্যালয়ে যে চারজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তি রয়েছে, তাদেরও শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। শরীফের ভর্তির বিষয়ে জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তরের নির্দেশ পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ জানান, ঠাকুরগাঁওয়ে যে দুটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, তার সভাপতি জেলা প্রশাসক। ভর্তির বিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করার পরামর্শ দেন তিনি।

সরকারি তথ্যানুযায়ী, ঠাকুরগাঁও জেলায় মোট ১৬৬৮ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন। সংশ্লিষ্ট শিক্ষক, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অধিকাংশ শিক্ষার্থীই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ