আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুর নগরীতে মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশিং চেকপোস্ট

মোঃমশিউর রহমান ইসাদ, 

রংপুর প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে সবাই বাসায় অবস্থান করছে। সেই সুযোগে কেউ যেন চুরি,ঢাকাতি, খুন এসব অপরাধ না করতে পারে এজন্য সতর্ক রয়েছে রংপুর মেট্রো পলিটন পুলিশ। রংপুর নগরীর মোড়ে মোড়ে ও থানার সামনে বসা হয়েছে পুলিশিং চেকপোস্ট।

আজ ১ এপ্রিল বুধবার নগরীর বিভিন্ন জায়গা পরিদর্শন করে এই চিত্র দেখা গেছে।

সন্দেহ হলেই চলছে জেনা। অপ্রয়োজনে কেউ বাসা থেকে বাহির না হওয়া, লোকজন সমায়েত ও আড্ডা দিতে না পারে এজন্য পুলিশ সদস্যরা কাজ করছে এবং মহামারী করোনা সংক্রমণ থেকে বাঁচার সচেতনতা মূলক কাজ করছেন।

রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম এর নির্দেশ এ নগরীর ছয়টি থানায় গুরুত্বপূর্ণ সড়কে পুলিশিং চেকপোস্ট বসা হয়েছে একথা জানান সহকারী পুলিশ কমিশনার মোঃ আলতাফ হোসেন। তিনি আরও বলেন, সচেতন মানুষেরা করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাসায় আছেন, আবার অনেকেই নির্দেশ অমান্য করছেন। নগরীতে বসানো এই চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ