আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সুনামগঞ্জের শহীদ সিরাজ লেকে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটে অবস্থিত শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি লেক) সাঁতার কাটতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই পর্যটকের নাম রাকিব হাসান (২১)। সে ঢাকার মিরপুরের বাসিন্দা।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়েজ নুরী হাসান পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত পর্যটকের এক বন্ধু জানান, গতকাল বুধবার ঢাকা থেকে তারা ৮ থেকে ১০ জন বন্ধু তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শহীদ সিরাজ লেক ঘুরতে আসেন। আজ বৃহস্পতিবার দুপুরে লেকের পানিতে সবার সঙ্গে রাকিবও সাঁতার কাটতে পানিতে নামে। এ সময় রাকিব লেকের পানিতে তলিয়ে গেলে বন্ধুরা উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, এক পর্যটক পানিতে ডুবে মারা গেছেন। বর্তমানে মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ