আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

১২ই সেপ্টেম্বর শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা দিবেন শিক্ষকরা

মোঃ সাব্বির হোসেন, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি :

বেলা অনেক গড়িয়েছে, অনেক সূর্যদয় ও সূর্যাস্ত শেষে সকালের সূর্যমামা উঁকি দিয়েছে কিন্তু, এভাবেই দেড় বছর চলে গেছে কখনও প্রিয় ক্যাম্পাসে পা রাখা হয়নি শিক্ষার্থীদের।
এই দেড় বছরের অবসান ঘটতে যাচ্ছে আগামী ১২ ই সেপ্টেম্বর। শিক্ষার্থীরা তাদের প্রাণের ক্যাম্পাসে আবারও পড়ালেখায় মেতে উঠবেন।

স্কুল -কলেজগুলোয় ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শিক্ষা প্রশাসনের নির্দেশনা মোতাবেক এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ দিন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শিক্ষকরা ফুল দিয়ে বরণ করবেন শিক্ষার্থীদের। প্রথম দিনের ক্লাসে স্বাস্থ্যবিধি পালন সম্পর্কে দেওয়া হবে ধারণা।

দীর্ঘ ছুটির অবসাদ কাটিয়ে লেখাপড়ায় মনোযোগী করতে প্রথম ক্লাসেই মোটিভেশনাল বক্তব্য দেবেন শিক্ষকরা। ৬-৮ সপ্তাহ শিক্ষার্থীদের পরীক্ষার চাপ দেওয়া হবে না। ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নেবেন শিক্ষকরা। শিক্ষা
প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সংশ্লিষ্ট এলাকার করোনা সংক্রমণও পরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করা হবে।

খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান এলাকার ওয়ার্ড, ইউনিয়নে সংক্রমণের হার ১০ শতাংশ হলে অতি ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করে ওই স্কুল চালু রাখার বিষয় পুনর্বিবেচনা করবে শিক্ষা প্রশাসন।

দেশে প্রাথমিক স্তরে শিক্ষার্থী রয়েছে এক কোটি ৭৫ লাখ। মাধ্যমিকে এক কোটি ৩ লাখ আর কলেজে ৫০ লাখ, মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠানে ৫০ লাখ সব মিলিয়ে ৩ কোটি ৭৮ লাখ শিক্ষার্থী ক্লাসে ফেরার অপেক্ষা করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ