আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বিশ্বম্ভরপুরে নৌকাবাইচ, আল্লার দান বিজয়ী

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি :

কোন মেস্ত্ররি নাও বানাইছে কেমন দেখা যায় “ঝিলমিল ঝিলমিল করেরে ময়ুর পঙ্কী নাও” বিভিন্ন রং বে রঙের নৌকার পশরা সাজিয়ে নিয়া আসা নৌকার মাঝি সহ দেখতে আসা উৎকোচ জনতার তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে ৩ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন।

মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে খরচার হাওরে হাওরবিলাস নামক স্থানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তিনদিন ব্যাপি অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা প্রথম হয় হোসেন মাজির আল্লার দান নৌকা।

৩দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলেদেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।

জানাযায়, ৩দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশতাধিক নৌকা অংশ নেয়। প্রতিদিনই সকাল থেকেই নানা রঙে সেজে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি নৌকাসহ বাইছালবৃন্দ খরচার হওরে এসে অবস্থান নেন এবং নেচে গেয়ে হাওরবিলাস এলাকাকে উৎসবমুখর করে তুলেন। পাশাপাশি শিশু-নারী-পুরুষ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের এক নজর নৌকা বাইছ দেখতে খরচার হাওর পাড় হাওর বিলাস এলাকা লোকারন্যা হয়ে উঠে।

এবং প্রতিযোগিতা ও নৌকা বাইচ দেখতে আসা উৎকোচ জনতাকে প্রানবন্ত করতে সকাল থেকেই উন্মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার নানা সংস্কৃতি তুলে ধরা হয়। উৎসুক দর্শকরাও নৌকা ভাড়া নিয়ে হওরে নেচেগেয়ে আন্দ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ