আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

২০০ শত বছরের পুরনো ঐতিহ্য মোঘল আমলের ফুলচৌকি মসজিদ

মোঃ সাব্বির হোসেন, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধিঃ

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি প্রাচীন মসজিদ ফুলচৌকি মসজিদ।
মোঘল আমলের তৈরি কারুকাজে এই মসজিদের সৌন্দর্য সত্যি অতুলনীয়। রংপুর থেকে ২৪ কি.মি দক্ষিণে গড়ের মাথা নামক স্থান হয়ে পশ্চিম দিকে দিনাজপুর সড়ক থেকে শুকুরেরহাট হয়ে আরো দুই
কি.মি পশ্চিমে মসজিদটি অবস্থিত।

ফুলচৌকি নামক স্থানে অবস্থিত হওয়ার কারণে মসজিদটি ফুলচৌকি মসজিদ নামে পরিচিত। মসজিদের প্রবেশপথটি চোখে পড়ার মতো।মোটা দেয়াল ও নান্দনিক ডিজাইনের কারুকাজ ভিতর ও বাহিরে।মসজিদটি আয়তাকার ও প্রতিটি কোনায় গোলাকার স্তম্ভ আছে যার নিচের অংশ কলসাকৃতি।মসজিদের দেয়ালে খোদাই করা কারুকাজ মুসল্লি ও আগত দর্শনার্থীদের মনকে শীতল করে দেয়।

মসজিদে দিল্লির জামে মসজিদ এর মত খোপ খোপ ডিজাইন লক্ষ্য করা যায়।মসজিদে আছে ছোট ছোট দৃষ্টি নন্দন ৩টি মিনার।
মসজিদের মেহরাবটি খুব বড় না তবে মেহরাবজুড়ে শোভা পাচ্ছে ইসলামিক প্যার্টাণসংবলিত ডিজাইন। মসজিদে ৩টি দরজা আছে। পাশের দরজা দুটি ছোট মাঝখানের দরজাটি একটু বড়।মসজিদে দৃষ্টি নন্দন জানালাও লক্ষ্য করা যায়।

মসজিদে পূর্বে বিদ্যুৎ ছিলনা বর্তমানে বিদ্যুৎ আছে।
ফুলচৌকি মসজিদ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত।
মসজিদটি শুধু রংপুর না গোটা বাংলাদেশের সম্পদ।
তাই ২০০ বছরের পুরনো মসজিদটি রক্ষা করার দায় দায়িত্ব আপনার আমার আমাদের সকলের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ