হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেনতা বাড়াতে ও দোকান পাট বন্ধে অরুয়াইল বাজারে অভিযানে নেমেছে সেনা বাহিনী।
অাজ ১ এপ্রিল বুধবার বেলা সাড়ে বারটার সময় সরাইল উপজেলার অরুয়াইল বাজারে সেনাবাহিনীর একটি দল ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল হকের নেতৃত্তে জনসচেতনতা বৃদ্ধি, লিফলেট বিতরন ও দোকান পাট বন্ধে এ অভিযান চালান। অভিযান চলাকালিন সময়ে দেখা য়ায় সরকারের নির্দেশীত দোকান ব্যাতিত কোন দোকান খোলা নাই এবং বাজারে মানুষের এলোপাতাড়ি ঘোড়াঘুরি নেই, এতে সেনা বাহিনীর এই কর্মকর্তা এলাকার প্রশংশা করেন।
এছাড়াও সেনাবাহিনীর কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল হক সাধারণ মানুষজনকে ঘরে থাকার আহবান জানানোর পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের তাগিদ দেন। তিনি বলেন দেশব্যাপী করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযাযী সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন সচেতনতাই এর অন্যতম প্রতিরোধ ব্যবস্থা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগের বিস্তার রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।যারা বিদেশ ফেরত তাদেরকে নিজের এবং পরিবারের ভালোর জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এতে নিজে বাচবে এবং পরিবার ও সমাজ কে বাচাতে সাহায্য করবে।
অভিয়ান চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইয়া,অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আবু তালেব, সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মোঃ শফিক, অরুয়াইল ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ বোরহান উদ্দিন, অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল খোকন ও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান মেম্বার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ আল হাসান।