আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

পাহাড় ঘেঁষা শহীদ সিরাজ লেকের সৌন্দর্য

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পাহাড় ঘেঁষা ট্যাকেরঘাটে অবস্থিত শহীদ সিরাজ লেক। যা লোকমুখে ‘নীলাদ্রি লেক’ নামেও পরিচিত।

চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘদিনের লকডাউন ও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞায় পর্যটকদের আগমন বন্ধ থাকলেও চলতি সপ্তাহে পর্যটন স্পটগুলো উন্মুক্ত হওয়ার সাথে সাথে তাহিরপুর উপজেলায় পর্যটকদের আগমন ঘটতে থাকে।

সপ্তাহব্যাপী জুড়ে পর্যটকদের পদচারণায় মুখরিত শহীদ সিরাজ লেকের আকর্ষণ যেনো দিন দিন বেড়েই চলেছে। লেকটির নয়নাভিরাম সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের ।

বাংলার কাশ্মীর খ্যাত মেঘালয়ের পাহাড় ঘেঁষা এ লেকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা ট্যাকেরঘাটে ভিড় করছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটক।

নয়নাভিরাম এ লেকের পাশেই রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজের সমাধি। ২০১৮ সালে তৎকালীন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম শহীদ সিরাজের নামে এ লেকের নামকরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ