আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে যারা ঘরে রয়েছেন তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাননীয় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এর নির্দেশনায়
ঢাকার সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদ বাইদ সুতার নোয়াদ্দা সমাজ কল্যান সমিতির উদ্যোগে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ১ এপ্রিল সকালে সমিতির কার্যালয়ের সামনে সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা অসহায় ও দরিদ্রের মাঝে বিতরণ শুরু করে। সমিতির সভাপতি সিরাজুল ইসলাম আকন্দ ও সাধারণ সম্পাদক আ: আউয়াল মামুন বলেন তাদের সমিতির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য তালিকায় রয়েছে চাল,ডাল,লবন পিয়াজ, আটা,সাবানসহ বিভিন্ন সামগ্রী। আগামীতে ও তাদের সাহায্য কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।