আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আগামী ১৫ অক্টোবর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত

আবু সাইদ :

আগামী ১৫ অক্টোবর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ১৫ অক্টোবর এর আগে টিকা সংক্রান্ত সব তথ্য ছক আকারে (ইউজিসি) এর কাছে পাঠাতে হবে। এসময় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে সিন্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করেন।

যে বিশ্ববিদ্যালয়গুলো শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

তিনি আরো ও বলেন টিকা দেওয়া সাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ও ১৫ অক্টোবর অক্টোবর থেকে খুলতে পারবে।

ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এরপর, অক্টোবরের ১৫ অক্টোবর থেকে তারা বিশ্ববিদ্যালয়গুলো খুলতে পারবে।’

তবে এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ