হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
সরাইলে সারোয়ার মাস্টারের মৃত্যুতে অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শোক প্রকাশ। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ত কাকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক গোলাম সারোয়ার ( গেদু মিয়া) চলে গেলেন না ফেরার দেশে। গতকাল ৩১ মার্চ সোমবার দুপুর ১.৩০ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্ননিলালাহি ওয়া ইন্নইলাইহি রাজিউন)।মৃত্যকালে বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।তিনি স্ত্রী, ২পুত্র, ৩কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর তাঁর জানাজা শেষে দাফন করা হয়।
উনার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম দানা সহ সভাপতি মোঃ শামীম আহমেদ, মাহবুবর রহমান মাখন সাধারণ সম্পাদক মোঃআসিফ ইকবাল খোকন সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান যুগ্ম সাধারণ বাপ্পী রায় প্রচার সম্পাদক শফিকুল আলম ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ,।বিবৃতিদাতারা বলেন উনি একজন সা হাসিখুশি ও উদার মনের মানুষ ছিলেন। সকল ছাত্রীদের প্রিয় শিক্ষক ছিলেন। উনার জান্নাতবাসী কামনা করেন।