হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাস মোকাবেলা পরিস্থিতিতে কর্মহীন দিনমজুর হতদরিদ্রদের মাঝে ৫ কেজি চাল,১ কেজি ডাল,ও ৫ কেজি আলু জন প্রতি বিতরণ করা হয়েছে।
আজ ১ এপ্রিল মঙ্গলবার সকালে সরাইল উপজেলার কাকরিয়া গ্রামে বিশিস্ট ব্যাক্তিত্ত, আশা ইন্টারন্যাশনাল চীপ মোঃ এনামূল হকের ব্যাক্তিগত অর্থায়নে উনার বাড়ীর সামনে কর্মহীন ও হত দরিদ্র ১০০ পরিবারের মাঝে এসব জিনিসপত্র পর্যায়ক্রমে বিতরণ করা হয়। লোকসমাগম এড়াতে অনেকের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এসব সামগ্রীর প্যাকেট।
করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে চালসহ এসব জিনিসপত্র পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা। মো এনামূল হকের পক্ষে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন উনার বড় ভাই হাজী মোঃ নুরু মিয়া এ সময় উপস্থিত ছিলেন কাকরিয়া ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, মোজাম্মেল হক( মোজাম) ও সাংবাদিক হাসনাত কাইয়ূম প্রমূখ।