আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

তৈরি হচ্ছে ভাল অভ্যাস, প্রতিরোধ হবে করোনা

প্রিন্স ঘোষ

 

সাভার এখন অনেক বাড়ি ও রাস্তার পাশে হাত ধুয়ার ব্যবস্থা করা হয়েছে। সাভারের বেশ কিছু সামাজিক সংগঠন এই অনেক উদ্যোগ গ্রহণ করেছে। অনেকে আবার নিজের অর্থায়নে হাত ধুয়ার ব্যবস্থা করে দিয়েছে জন সাধারণের জন্য।বিশ্ব সাস্থ্য সংস্থা বরাবরই বলে আসছিলো করোনাভাইরাস প্রতিরধে ঘন ঘন হাত ধুয়ার কথা তাই রাস্তার পাশে হাত ধুয়ার ব্যবস্থা থাকলে জন সাধারণ খুব সহজেই হাত ধুতে পারবে তাই এই ব্যবস্থার প্রশংসা করেছেন সাভার ব্যাংক কলোনির বাসিন্দা রিপন পাটোয়ারি। সাভার ব্যংক কলোনিতে বেশ কিছু যায়গায় দেখা গেছে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা হয়েছে হাত ধুয়ার কল। সাভারের কিছু হাসপাতালের বাইরেও দেখা গেছে একই উদ্যোগ। সাভার এনাম মেডিকেল কলেজ এর বাইরেও দেখা গেছে বেশ কিছু হাত ধুয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে। একই উদ্যোগ গ্রহন করেছে সাভার সুপার ক্লিনিক কর্তীপক্ষ। সামাজিক সংগঠন ছবিঘরের উদ্যোগেও সাভার ও পল্লীবিদ্যুৎ এলাকাতে বেশ কিছু কল স্থাপন করা হয়েছে। এ বিষয়ে ছবিঘরের সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন করোনাভাইরাসের মতো দূর্যোগ মোকাবিলায় আমাদের সবার একসাথে মিলে কাজ করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।
প্রিয়ম ঘোষ নামে একজন পথচারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ছবিঘরসহ যে সামাজিগ সংগঠন এমন উদ্যোগ নিয়েছে তাদের ধন্যবাদ। এতে মানুষের বার বার হাত ধুয়ার অভ্যাস তৈরি হবে যা সাভারবাসিকে করোনাভাইরাস প্রতিরোধে অনেক সাহায্য করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ