হাসনাত কাইয়ূ, সরাইল প্রতিনিধি
আজ ৩১ মার্চ সোমবার বিকেলে সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামের যুবকদের উদ্যোগে ও অত্র গ্রামের প্রবাসীদের অর্থায়নে প্রায় ৩০০ গরীব হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কয়েকদিন যাবৎ সরাইলে যে মানবিক সাহায্য প্রদান করা হচ্ছে খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে, আজকের এই আয়োজন সর্ববৃহৎ বলে মনে করছে উচালিয়াপাড়া যুব সমাজ । প্রতিটি পরিবারকে ১২ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাল, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি ভোজ্যতেল ও ১ টা করে ডেটল সাবান দেয়া হয়েছে।
দেশে করোনা ভাইরাস আতঙ্কে শ্রমজীবী মানুষের কাজ-কর্ম না থাকায় তাদের খাদ্য সংকট দেখা দেওয়ায় মানবিক দিক বিবেচনায় উচালিয়াপাড়া গ্রামের যুবকেরা একটি মানবিক সাহায্যের উদ্যোগ গ্রহন করে। এতে এই গ্রামেরই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা সাড়া দিয়ে অর্থ প্রেরণ করলে, গ্রামের যুবক ও মুরুব্বীগণ মিলে তা বাস্তবায়ন করেন।