আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

স্বেচ্ছাসেবী

লেখকঃ সুমাইয়া সরদার ইভা :

কি পেয়েছি কি পাইনি, হিসাব পড়ে থাক।
মূমুর্ষু রুগির প্রাণ বাচাতে দিল আবার ডাক।
স্বেচ্ছাসেবী তুমি মানুষের মনের একটি বিশাল চাওয়া।
স্বেচ্ছাসেবী তুমি মৃত্যু যাত্রীর জীবন ফিরে পাওয়া।
স্বেচ্ছাসেবী মানে সোনার দেশে সত্য ন্যায়ের পথিক।
স্বেচ্ছাসেবী মানে চরিত্রবান সবার চেয়ে অধিক।
স্বেচ্ছাসেবী মানে ধের্য্যশীল এক তরুণ দলের নাম।
স্বেচ্ছাসেবী মানে সত্যবাদী নাই কোনো বদনাম।
স্বেচ্ছাসেবী তুমি দেশের গর্ব দেশের অহংকার।
স্বেচ্ছাসেবী তুমি সামাজিক কাজে ঝড়ায়েছো নিজের ঘাম।

শোকাহত আগষ্টের প্রতিযোগিতায়- ২০২১ কবিতা তৃতীয় স্থান অর্জন করেন।

লেখকের পরিচয়ঃ সুমাইয়া আক্তার ওরপে সুমাইয়া সরদার ইভা।
পিতাঃ দুলাল সরদার, মাতাঃ রুবি বেগম,
জন্মসালঃ ২৩-৪-২০০১, পেশাগত জীবনে তিনি একজন সেচ্ছাসেবী, লেখক ও কবি। তার লেখা দুইটি ছোট গল্প ও একটি কবিতা প্রকাশিত হয়েছে। তার লেখা বই আজো তোমার অপেক্ষায়, বাবা বৃক্ষ ও উৎসর্গ। ২০১৩ সালে পি এস সি ও ২০১৯ সালে এস এস সি পরীক্ষা দেন। বর্তমানে তিনি রায়পুর সরকারি কলেজ শিক্ষাধীন অবস্থায় আছে। দায়িত্ব পালনে তিনি একজন নিষ্ঠাবান। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যান সংগঠনে নারী বিষয়ক ও শিশু বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ