হাসিবুল হাসান ইমু
মঠবাড়ীয়া উপজেলার ৯নং সাপলেজা ইউনিয়ন চেয়ারম্যান জনাব মিরাজ মিয়ার নিজ উদ্যােগে “করোনা ভাইরাসে” ১০০০ পরিবারের ঘরে থাকা অসহায় মানুষের পাশে দাড়ালেন। এলাকার ঘরে বসে থাকা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য( চাল,আলু,তেল) ও করোনা ভাইরাস প্রতিরোধক (সাবান, মাস্ক, ডেটলসহ) বিভিন্ন সামগ্রী বিতরণ করেন জনাব মিরাজ মিয়া। তার এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্য এলাকাবাসী সাদুবাদ জানিয়েছেন।
তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান ঘরে বসে থাকা এই অসহায় ও দরিদ্র মানুষের জন্য। তিনি এলাকাবাসীর সবাইকে যার যার বাড়িতে
অবস্থানের জন্য বলেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে, অহেতুক ঘোরাঘুরি বন্ধ করতে বলেছেন।