আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ ইং

অসহায়-ছিন্নমূল-হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি:

 

আজকের যাত্রা ছিল ৮নং ও ২নং ইউনিয়নের সেই সব ছিন্নমূল হতদরিদ্রদের দোরগোড়ায় যেখানে এর আগে কখনোই সরকারি কিংবা বেসরকারি কোন উপায়েই কোন ত্রাণ পৌঁছায় নাই।

জালিয়ার চর, কাছিয়ার চর আশ্রায়ন ও আবাসন প্রকল্পের হতদরিদ্র ৬৭টি পরিবারের দ্বারে দ্বারে রাতের অন্ধকারে পৌঁছে দিতে হাজির হয় ‘ভ্রাম্যমাণ ত্রাণ সহায়তা’। পথের মধ্যে দেখা মেলে বয়োবৃদ্ধ এক পানওয়ালা ও এক খুচরা সবজিওয়ালার সাথে যারা কিনা সরকারি কোন সহায়তাই এযাবৎ পায়নি।

তুলে দেয়া হয় ত্রাণের সহায়তা অভিমানী এই দুই বয়োবৃদ্ধের হাতে। পরিচিত হওয়া গেল একজন পঙ্গু ব্যক্তি এবং প্রতিবন্ধী এক শিশুর সাথে। সরকারি ত্রাণ পেয়ে অবাক দৃষ্টিতে স্তব্ধ এই দুইজন অসহায় পথচারী। সত্যি সকল ক্লান্তির অবসান, অসহায় এই হতদরিদ্রদের আত্মতুষ্টির অন্তরালে….

অসহায়-ছিন্নমূল-হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনসেবায় প্রশাসন
জনগণের দ্বারে সর্বক্ষণ।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ