আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

আশ্রয়ণ-২ প্রকল্প ও ভূমি অফিস পরিদর্শনে খানসামায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার

মো: মজনু আলম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প, উপজেলা ও ইউনিয়ন ভূমি পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা৷ বৃহস্পতিবার (২৯জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালডিহি ইউনিয়ন নির্মাণাধীন ও খামারপাড়া ইউনিয়নের নির্মিত আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে খোঁজ-খবর নেন এবং ইউএনও অফিস, উপজেলা ভূমি অফিস ও আংগারপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা৷ এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, পিআইও মাজহারুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, প্রমূখ। মানসম্মত ও রুচিশীল কাজের প্রশংসা এবং আশ্রয়ণ-২ প্রকল্পের কাজের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে কোনো ভূমিহীন পরিবার থাকবে না। এতে ভূমিহীন মানুষরা পাবে স্বপ্নের মত রঙিন ঘর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ