আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রক্তদাতার সংকটঃ ভোগান্তিতে রোগীদের পরিবার

প্রিন্স ঘোষ

 

করোনা ভাইরাসের কারনে দেশে বড় ধরনের রক্তদাতার সংকট দেখা দিয়েছে বলে দাবি করেছে সাভারের সংঘ ব্লাড পয়েন্ট নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সানি রহমান সাব্বির। তাদের কাছে অনেক পরিমানে রক্ত দানের জন্য আবেদন আসলেও তারা সবার আবেদন পূরন করতে পারছে না। অনেক রক্তদাতাই ভয় পাচ্ছে করোনা ভাইরাসের। তাদের ধারণা রক্ত দানের মাধ্যমে তারা করোনা ভাইরাসের আক্রান্ত হতে পারে আবার অনেকেই বলছেন রক্তদান করলে এই সংকটের মূহূর্তে অসুস্থ হয়ে পরার শঙ্কা থাকতে পারে তাই তারা রক্তদানে অনুচ্ছাহী। অনেক রক্তদাতাই বলছেন গণপরিবহনের সংকটের কারনে ইচ্ছা থাকলেও তারা রক্তদানের জন্য হাসপাতাল পর্যন্ত পৌছাতে পাচ্ছেন না। সংঘ ব্লাড পয়েন্টের সাবেক সভাপতি সানি রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিশ্ব সাস্থ্য সংস্থা এমন কোন কথা বলেনি যার থেকে বোঝা যায় করোনা ভাইরাস রক্তবাহীত রোগ তাই গুজবে বিশ্বাস না করে তিনি রক্তদাতাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন । সাভার রক্তদান সংস্থার প্রচার সম্পাদক ও সাভার এনাম ক্লিনিকের ল্যাব এটেনডেন্ট এস. এম. সোহেল ফুয়াদ দেশের এই সংকটের মূহূর্তে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ