আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশন ও পর্যবেক্ষন কমিশন গঠন

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায়,নতুন কমিটি গঠনের জন্য
নির্বাচন পরিচালনা কমিশনও নির্বাচন পর্যবেক্ষন কমিটি গঠন করা হয়েছে।

অদ্য ২৮ এ জুলাই ২০২১ খ্রিঃ সন্ধ্যা ৯টায়
অনলাইন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মাসুম বিল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকীল শাহরিয়ার এর সঞ্চালনায় কার্যকরী কমিটিসহ সকল সদস্যের ভার্চুয়াল সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত নেওয়া হয়। একই সাথে সংগঠনের নির্বাচন সম্পন্ন করার লক্ষে চার সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

২৯ এ জুলাই ২০২১ হতে নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে কাজ শুরু করেছেন। সংগঠনের গঠিত নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান হলেন, সিনিয়র সাংবাদিক এস আলম সবুজ, সহকারী কমিশনারগন এইচ এম মাসুম বিল্লাহ ভূঁইয়া , গাজী মাসুদ রানা, শরিয়ত উল্ল্যাহ রিফাত।

নির্বাচন পর্যবেক্ষন প্রধান হলেন জনাব এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সহকারী পর্যবেক্ষকগন হলেন শাহাদাত হোসেন রিন্টু, ফারুক আহমেদ ও শহীদুল ইসলাম চৌধুরী।

নির্বাচন পরিচালনা কমিশন নতুন সদস্য অন্তর্ভুক্তিকরন,অনিয়মিত সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন,সদস্যদের তালিকা প্রণয়ন, নির্বাচনীয় তফসিল ঘোষনাও নির্বাচন অনুষ্ঠিত করবেন।

নির্বাচন কমিশন তাদের যে কোন বিষয়ে পরামর্শ,সহযোগীতা নিবেন,পাবেন নির্বাচন পর্যবেক্ষন কমিশন হতে।

নির্বাচন কমিশনও নির্বাচন পর্যবেক্ষন কমিশন নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ