ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সাথে আসা স্বজনদের মাঝে লাভ বিহীন পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে ভ্রাম্যমাণ খাদ্য সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন পৌরসভার নিবার্চনের আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
তিনি রোববার দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতাল সামনে ভ্রাম্যমাণ ফুড সার্ভিস সূচনা করেন।
শুধু তাই নয় খাবার নিতে আসা রোগীদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে ৬ ফুট গোলকার বৃত্ত একেঁ দেয়।
জিল্লুর রহমান জুয়েল জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য ভাম্যমান ফুড সার্ভিস ব্যবস্থা করা হয়েছে।এবং তিনি আরো বলেন রোগীরা যাতে সাশ্রয়ী মূল্য প্যাকেটজাত খাবার পান এই জন্য এই উদ্যাগটি গ্রহন করা হয়েছে।এছাড়াও জিল্লুর রহমান জুয়েল বলেন,করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ খাবার বিক্রি করা হবে।
এ সময় পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ কামরুল ইসলাম,পাবেল,কামাল,সুমনসহ আরো অনেকে।