আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পাহাড় ধ্বসে নিহত পরিবারকে উপজেলা প্রশাসন ও সাবেক এমপির অর্থ প্রদান

মোঃ আলমগীর, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে গত কয়েকদিনের টানা ভারী বর্ষনের কারনে হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানখালী ভিলিজার পাড়া এলাকায় পাহাড় ধসে একই পরিবারে ৫ জন নিহত পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়ালেন টেকনাফ উপজেলা প্রশাসন ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। বুধবার ২৮ জুলাই দুপুরে নিহতের বাড়িতে গিয়ে এ অর্থ স্বজনের হাতে তুলে দেন।

টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও এনজিও কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে ১০ হাজার টাকা।

২৭ জুলাই দিবাগত (মঙ্গলবার) রাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার বিলেজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার ছৈয়দ আলমের ছেলে আব্দু শুক্কুর (২০), জিয়া উদ্দিন (৭), কহিনুর আক্তার (১২), জায়নুফা আক্তার (১০), মোঃ জুবাইর (১০)।

এ-সময় কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান (বদি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী সহ অনেকই উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ