আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে বাজার নিয়ে বাড়ী ফেরা হলো না বাবা ফারুকের

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

পরিবারের জন্য রাস্তার পাশে সবজি ভ্যান থেকে কাঁচা বাজার কিনছিলেন ওমর ফারুক (৩৫)। হঠাৎ দ্রুতগতির একটি কাভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় আহত হন সবজি ব্যবসায়ীও।

রবিবার (২৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শহরের লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কমর উদ্দিন ভূঁইয়া বাড়ির নুর মোহাম্মদের ছেলে। তিনি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার আল্লাহর দান অটো ডোর দোকানের স্বত্ত্বাধীকারী। এছাড়াও তিনি দু সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনা ভাইরাস রোধে সকল বাজার বন্ধ রয়েছে। তাই রাস্তার পাশে সবজির ভ্যান দেখে পরিবারের খাবার জন্য কাঁচা বাজার করছিলেন ফারুক। বাজার সেরেই বাড়ি ফিরবেন তিনি। কে জানতো তার আর বাড়ি ফেরা হবে না। হঠাৎ নোয়াখালী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি কাভার ভ্যান ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এসময় সবজি ভ্যানে ধাক্কা লেগে সবজি ব্যবসায়ীও আহত হন। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় ফারুককে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে ব্যবসায়ী ফারুক কে মৃত ঘোষণা করে চিকিৎসক। এদিকে ঘটনার চালকসহ কাভার ভ্যান টি আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এদিকে হাসপাতালে তার পরিবারেরর লোকজন কান্নায় ভেঙে পড়ে, এতে হাসপাতাল জুড়ে শোকের চায়া নেমে আসে। স্বজনরা জানায়, কী হবে দুই শিশু সন্তানের ভবিষ্যৎ, তারা বাবা ফেরার পথ চেয়ে বসে আছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে। গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ