আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বেলকুচিতে লকডাউনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক :

চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও কনের অভিভাবকদের ২০ হাজার টাকা জরিমানাও করেন বিচারক। সোমবার (২৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

তিনি জানান, কঠোর লকডাউন উপেক্ষা করে রোববার (২৫ জুলাই) রাতে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে ১০ম শ্রেণির ছাত্রী ও পৌর এলাকার চালা অফিসপাড়া মহল্লায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বর-কনের অভিভাবকদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ