আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

মানুষ মানুষের জন্য

 

আজাদ বাবু

 

আমাদের শহরের মানুষ গুলো হোম কোয়ারেন্টাইন মেনে চলছে। কিন্তু গ্রামের মানুষ গুলো মানছে না। তাদেরকে বারবার সচেতন করা হলেও মানছে না হোম কোয়ারেন্টাইন। প্রতিদিনের চাহিদা মেটাতে সাধারণ মানুষ কে ঘরের বাইরে যেতে হচ্ছে। যার যার এলাকায় সচ্ছল ব্যাক্তিগণ যদি সরকারের পাশাপাশি একটু সহযোগিতার হাত প্রসারিত করতেন তবে তাদের বাইরে যেতে হতো না। অথচ আমরা কতটাকা কত ভাবে খরচ করছি। আপনারা ঈদে, পুজোয় কতটাকা খরচ করেন অথচ এখন এই দূর্দিনে সাধারণ মানুষের পাশে কাউকে দেখছি না। এই সাধারণ মানুষ গুলো নিয়েই আমাদের পরিবার, সমাজ, গ্রাম, আমাদের দেশ। ভেবে দেখুনতো যে লোকটি সারাদিন পরিশ্রম করে ফসল ফলায়, যে লোকটি সবজি চাষ করে কিবা যে লোকটি আপনাকে গন্তব্যে পৌঁছে দেয় সে যদি করোনা আক্রান্ত হয়ে বা না খেয়ে মারা যায় তবে আপনার এই ধন সম্পদ কি কাজে লাগবে?
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা বাঙালী। আমরা এতোটা স্বার্থপর হতে পারি না। সাধারণ মানুষের পাশে থাকুন, মহান অাল্লাহতালা আপনাদের সাথে থাকবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ