আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

চৌহালীতে দুই গ্রামের তুচ্ছ ঘটনায় বড় সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের চৌহালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতদের কয়েকজন চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে বলে জানান চৌহালী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর গ্রামের হাল খাতার পাওনা টাকার জেরে মুন্সি ও ব্যাপারী এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় দুই পক্ষের লোকজন একে-অপরে প্রতি ক্ষিপ্ত হয়ে চড়াও হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন ।

এ ঘটনায় পরদিন সকালে দুইপক্ষের মধ্যে সালিশি বৈঠক বসার কথা ছিল। কিন্তু রবিবার (২৫ জুলাই) সকালে লোকজন নিয়ে রাজু মুরাদপুর বাজারে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ’

এর জের ধরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে ।

ঘটনার সত্যতা স্বীকার করে ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষের লোকজনকে ডেকে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে । অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ