আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

কামারখন্দে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও চারা রোপন

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণের প্রথম পর্যায়ের সুবিধা ভোগীদের ঘর পরিদর্শন ও সুপারী গাছের চারা রোপন করছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটায় ঘর পরিদর্শন ও গাছের চারা রোপন করেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতান বলেন, আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ের গৃহনির্মাণের ঘর পরিদর্শন, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরামর্শ দেন এবং আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী বাড়ির চত্বরে তার উপস্থিতিতে ৫০টি সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে। এসময় কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ