আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় জীপগাড়ী খাদে , নিহত ২

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় যাত্রাবাহী বাসের ধাক্কায় জীপগাড়ী খাদে পড়ে দুজন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে ৫জন । এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক । ২২ জুলাই (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত দুজন হলেন চকরিয়া উপজেলা কৈয়ারবিল স্টেশন এলাকার বাসিন্দা আবু সৈয়দের স্ত্রী সুফিয়া বেগম (৩১) ও বান্দরবানের আলীকদম উপজেলার সিরাজকারবারিপাড়া গ্রামের তালেব আলী পুত্র আলী হোসেন (১৩)। আলী জীপগাড়ীর হেলপার ছিলেন । আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার বাসিন্দা মো. মুবিন (৪০), নাঈম (১৪), কবির আহমদ (২৮), মোহাম্মদ ফারুক (১৮) ও নিহত সুফিয়া বেগমের কন্যা শিশু আদিফা মনি (৩)। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে মুবিন ও নাঈম-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। হতাহত সবাই জীপগাড়ীর যাত্রী ছিলেন । প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কক্সবাজার থেকে একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে । অপরদিকে চকরিয়া পৌরশহর থেকে আলীকদমের উদ্দেশ্যে দুপুর দেড়টার দিকে একটি জীপগাড়ি ছেড়ে যায়। চান্দেরগাড়িটি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় পৌঁছালে বাসের ধাক্কা খেয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় । এতে জীপগাড়ী দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া একটি ইজিবাইক ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ইজিবাইকের কোনো যাত্রী আহত হননি । ঘটনাস্থল থেকে চান্দেরগাড়ীর হেলপার শিশুর লাশ উদ্ধার করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ । অপর নারী পৌরশহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে । চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাহ ফাহিম আহমাদ ফয়সাল বলেন, ‘ফাঁসিয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক-এ প্রেরণ করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে । মালুমঘাট হাইওয়ে ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) টিপু রায় বলেন, ‘ঘটনাস্থল থেকে জীপগাড়ীর হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বজনরা লাশ নেওয়ার জন্য আবেদন করেছে। দুর্ঘটনা কবলিত বাস, জীপগাড়ি ও ইজিবাইক জব্দ করা হয়েছে । ওই গাড়ীর চালকরা পলাতক রয়েছে । এ ঘটনায় দুর্ঘটনা আইনে মামলার প্রক্রিয়া চলছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ