আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বাপা মহেশখালী আঞ্চলিক শাখার “ঈদ পূনর্মিলনী ও আলোচনা” সভা অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি :

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার আয়োজনে “ঈদ পূনর্মিলনী ও আলোচনা” সভা সফল ভাবে সম্পন্ন হয়েছে । ২২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টার সময় বদরখালী পুরাতন জেটিঘাট এ অবস্থিত দি রয়েল কোস্টাল রেস্তোরায় সংগঠনের সভাপতি মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে ও মাওলানা সাহাব উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সিমিত পরিসরে শুরু হয় ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি মাষ্টার আমিনুল হক , প্রকৃতি স্টুডিও’র সম্পাদক ও পরিবেশকর্মী কাদের নেওয়াজ , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি সালাহ উদ্দিন নুরী পিয়ারু , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন আলো , মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ এম হোবাইব সজীব , সংবাদকর্মী ফুয়াদ মোহাম্মদ সবুজ , মহেশখালী উপজেলা মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম , ওমর ফারুক বদরী , বাপা সদস্য পরিবেশকর্মী লিয়াকত আলী প্রমূখ । ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাপা সদস্য ফজলে হাসান রিয়াদ , মিজানুর রহমান , এ এইচ এম জুনাইদ , নাছির উদ্দিন , আব্বাছ উদ্দিন , মাষ্টার নুরল কাদের প্রমূখ ।
ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় বক্তারা বলেন দেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমণের হার ও মৃত্যু দিন দিন বৃদ্ধি পাওয়ায় সকল সদস্যদেরকে সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলা পরামর্শ দেন । একই সাথে নিজের পরিবার , আত্বীয় স্বজন ও পাড়া প্রতিবেশী সহ এলাকাবাসীকে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষে সবাইকে কাজ করার আহবান জানানো হয় । মহেশখালীর পরিবেশ ও প্রকৃতি রক্ষার জন্য সর্বদা সোচ্চার থেকে পরিবেশ ধ্বংসকারীর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করতে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান । বাপা’র ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় বক্তারা বলেন , জেলার ঐতিহ্য কোহেলীয়া নদী কিছুতেই ভরাট , দখল ও দূষণ করতে দেয়া যাবে না । শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোহেলীয়া রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাব , তবুও এই নদী ধ্বস করতে দেওয়া যাবে না । মহেশখালীর পরিবেশ – প্রতিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয় ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ