আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

করোনায় কাজ কম ফরিদগঞ্জের কামারদের

কে এম নজরুল ইসলাম :

বছর ঘুরে পবিত্র ঈদুল আযহা এলেই লোহার নানা জিনিস তৈরির টুং টাং শব্দে মুখর হয়ে ওঠে কামারদের আঙিনা। ঈদকে সামনে রেখে কুরবানির পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলার কামাররা। কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন বিভিন্ন সাইজের ছুরি, দা, বটি, চাপাতি। ঈদের বাকি আর কয়েকদিন; তাই পশু জবাইয়ের কাজে ব্যবহৃত নতুন সরঞ্জামাদি কিনতে এবং পুরনোগুলোকে শান দিতে কামারদের দোকানগুলোতেও ভিড় বাড়ছে ক্রমশই। ক্ষুদ্র লৌহজাত শিল্পের ওপর নির্ভরশীল ফরিদগঞ্জ উপজেলার পেশাদার কামারদের আয়-রোজগার বেশি হয়ে থাকে কুরবানি ঈদ এলেই। উপজেলার ভাটিয়ালপুরে অবস্থিত কর্মকার বাড়ি (কামার বাড়ি), ফরিদগঞ্জ সদরে শহীদ মিনারের সামনের কামারদের দোকান, নয়াহাট বাজারের কামারদের দোকান, কড়ৈতলী বাজার, গৃদকালিন্দিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে এসব চিত্র দেখা যায়। দেখা গেছে উপজেলার সর্বত্রই ভাটিয়ালপুরের কামার বাড়ির কর্মকাররা দোকান সাজাচ্ছেন বিভিন্ন হাটে।

ফরিদগঞ্জে অন্যতম বৃহৎ ধারালো সরঞ্জামাদির দোকান ফরিদগঞ্জ সদরস্থ বাজারে এবং ভাটিয়ালপুরের কামার বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে বিভিন্ন দামে ছুরি, দা, বটি, চাপাতি বিক্রি হচ্ছে দোকানগুলোতে। বড় ছুরির দাম ৪০০ থেকে ৭০০/৮০০ টাকা পর্যন্ত। ছোট ছুরির দাম ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। দেশি চাপাতিগুলো জিনিস বুঝে বিক্রি হয়ে থাকে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দরে।

ব্যবসায়ী কর্মকাররা জানান, এখনও পুরোদমে বিক্রি শুরু হয়নি। তবে পুরনো জবাইয়ের সরঞ্জামাদি শান দিতে মানুষের ভিড় বাড়ছে। এ ব্যাপারে ভাটিয়ালপুরের কামার বাড়ির মরণ কর্মকারের ছেলে শান্তি কর্মকার বলেন, ‘করোনার কারণে এবার কুরবানির ঈদে কাজ এখনও অনেকটা কম। তবুও হাতে মোটামুটি কিছু অর্ডারের কাজ জমা আছে। আশা করি ঈদের আগেই এগুলো কাস্টমারদের হাতে পৌঁছে দিতে পারব। তাছাড়া মানুষের আর্থিক অবস্থাও তেমন ভালো না; তাই সরঞ্জামাদি কেনা হচ্ছে কম।’

পারিবারিক ঐতিহ্য নিয়ে কথা হয় কর্মকার বাড়ির দুই তরুণ প্রজন্মের সঙ্গে। সুজন কর্মকার ও বিজয় কর্মকার নামের দুই তরুণ জানান, তাদের বাপদাদারা এসব কাজে নিয়োজিত আছে বহুকাল ধরে। তাদের কাছে এটা গর্বের বিষয়। সরকারি চাকরির পাশাপাশি তারা এই মহান পেশাকেও ভালোবাসে। তারা আরও বলেন, এখন আধুনিককালে যন্ত্রপাতিরও আধুনিকায়ন হচ্ছে। খুব সহজে এবং তাড়াতাড়ি যন্ত্র দিয়ে সবকিছু ধার করানো যাচ্ছে। এতে করে কাজের মধ্যেও আধুনিকের ছোঁয়া পাওয়া যাচ্ছে। এটা ভালো দিক।

নয়াহাটে কামরুল হাসান রিমন নামের এক ক্রেতা জানান, ‘করোনার জন্য কামার বাড়িতে কাজের চাপ অনেক কম। পাশ্ববর্তী বাড়ি হওয়াতে প্রতিবছর নিয়মিত কামার বাড়ির টুং টাং শব্দ শুনতে পেতাম। কিন্তু এ বছর কুরবানির ঈদের সময় চলে এলো, তবুও সেরকম করে শব্দ শুনতে পাই না। তাতেই বুঝতে পারি তাদের কাজের চাপ খুব বেশি না। আসলে মানুষ কুরবানি দিতে পারবে কী পারবে না, সেটা নিয়েই চিন্তিত সবাই।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ