মো:আলী হোসেন,
বৈশ্বিক দূর্যোগ ও মহামারী” করোনা ভাইরাস “কোভিড-১৯” প্রতিরোধ ও জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানার ব্যক্তিগত অর্থায়নে প্রায় দুইশতটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার রাতে সাভার সদর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের দেওগাঁও ও চাঁপাইন-লালটেক এলাকার বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষের মাঝে চাল,ডাল,পিয়াজ,তেল,আলু,সাবান বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা,সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহামেদ।১,২,৩নং ওয়ার্ড মহিলা মেম্বার শারমিন আক্তার।৪,৫,৬নং ওয়ার্ড মহিলা মেম্বার মানোয়ার আক্তার,সাভার ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহমান বেপারিসহ আরো অনেকে।