আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

পাঁচঠাকুরিতে নদী ভাঙন : একশ মিটার নদী গর্ভে বিলীন

নিজস্ব প্রতিবেদক :

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে হঠাৎ করেই সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি আফসার মোড় এলাকার রিং বাঁধের মাথায় ১শত মিটার যমুনা নদীর ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। রবিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে পাঁচঠাকুরি আফসার মোড় এলাকায় এ ভাঙ্গন শুরু হয়। মুহুর্তের মধ্যেই ১০০ মিটার নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড ধস ঠেকানোর জন্য বালি ভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করে দিয়েছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন জানান, রবিবার সকাল ১০টা থেকে হঠাৎ করেই পাঁচঠাকুরি এলাকার আফসার মোড়ে ভাঙ্গন দেখা দেয়। মুহুর্তের মধ্যে প্রায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ভাঙ্গন ঠেকাতে বালি ভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছি। ভাঙ্গন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম ভাঙ্গনস্হল পরিদর্শন করেন। এবং তিনি এলাকাবাসীকে আতংকিত না হওয়ার আহ্বান জানান। এসময় অত্র ওয়ার্ডের মেম্বার জহুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ