আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে এডভোকেট তপুর কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাস মোকাবেলা পরিস্থিতিতে কর্মহীন দিনমজুর হতদরিদ্রদের মাঝে ‘সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী নুরুজ্জামান লস্কর তপু’র পক্ষ থেকে চাল, ডাল, আলু, তেল ও সাবানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

আজ ২৯ মার্চ রোববার বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে আইনজীবী তপু লস্করের বাড়ির আঙ্গিনায় খোলা মাঠে পর্যায়ক্রমে কর্মহীন ২৫০ পরিবারের মাঝে এসব জিনিসপত্র বিতরণ করা হয়। লোকসমাগম এড়াতে অনেকের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এসব সামগ্রীর প্যাকেট।

করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে চালসহ এসব জিনিসপত্র পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা। এসময় উপস্থিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, বিশিষ্ট সমাজকর্মী আজমল হোসেন ছোটন, আইনজীবী নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ