আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

ফরিদগঞ্জে হাটে আসছে গরু, বিক্রি জমে ওঠেনি এখনও 

কে এম নজরুল ইসলাম :
প্রতিবছর কোরবানির পশুর হাটে উপচে পড়া ভিড় থাকলেও করোনার কারণে এ বছর হাটে যাওয়ার আমেজে ভাটা পড়েছে। লকডাউনের কারণে গরুর হাট বসবে কী বসবে না; এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব ছিল জনমনে। গতবছর করোনার সংক্রমণ রোধে সব পশুর হাটে জনসমাগম নিয়ন্ত্রিত ছিল। এবারও করোনার ঊর্ধ্বমুখিতার মধ্যেই ফরিদগঞ্জে বসছে কোরবানির পশুর হাট। হাটগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা। বিশেষ করে ফরিদপুর অঞ্চলের গরুর বেপারীরা ফরিদগঞ্জ অঞ্চলে সবসময়ই গরু নিয়ে আসে। এ বছরেও তার ব্যত্যয় ঘটেনি।
উপজেলার হাটগুলোতে গত কয়েকদিন ধরেই গরুর আনাগোনা বাড়ছে। কিন্তু তেমনভাবে জমে ওঠেনি বেচাবিক্রি। শুক্রবার (১৬ জুলাই) থেকে গরুর হাট বেশভাবে জমে উঠেছে। এদিন ছিল নয়াহাট বাজার ও গোয়ালভাওর বাজারের সাপ্তাহিক হাট। গরুর হাটে গিয়ে দেখা গেছে দূরদূরান্ত থেকে গরুর বেপারী, স্থানীয় খামারি ও ব্যক্তিগত গরু বিক্রেতারা বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে হাটে এসেছেন। তবে এখনও ক্রেতাদের তেমন একটি উপস্থিতি নেই। ফলে গরু, ছাগল বেচাকেনা জমে ওঠেনি হাটে।
ফরিদপুর থেকে কয়েকজন মিলে গরু এনেছেন ৬০টি। তাদের মধ্যে মো. ইস্রাফিল শেখ নামের একজন বলেন, ‘এই হাটে গরু এনেছি গত বুধবার নাগাদ, প্রতিদিনই গরু আসছে। কিন্তু কাস্টমার এখনও আসা শুরু করেননি। যে দুয়েকজন ক্রেতা আসছেন, তারা দাম জেনে চলে যাচ্ছেন। মূলত বেচাকেনা শুরু হতে আরও দুদিন সময় লাগবে।’
হাটের দায়িত্বে থাকা সাব্বির ছৈয়াল জানান, ‘এই বাজারে আরও একটা হাট বসবে সোমবারে, সেদিন আশা করি প্রচুর গরু বিক্রি হবে।’
সোলেমান মিয়া নামের একজন স্থানীয় খামারি বলেন, ‘হাটে মাঝারি গরুর চাহিদা বেশি। যারাই আসছেন তারা মাঝারি গরুর দরদাম করছেন।’
ফরিদগঞ্জে কুরবানির গরু নিয়ে ফরিদপুর থেকে প্রতিবছর আসেন জুয়েল পালোয়ান নামের এক বিক্রেতা। তিনি বলেন, ‘আমাদের ওখানেই এবার গরুর প্রচুর দাম। বেশি দামেই আমরা গরু কিনে এনেছি। তাই গরুর দাম কিছু বেশি যাবে বলেই মনে হচ্ছে। সবাই মাঝারি সাইজের গরু এনেছেন। এ সাইজের গরুর চাহিদা প্রতিবারই বেশি থাকে। তুলনামূলক বেশি দাম মনে হলেও আসলেই দাম কিন্তু বেশি না।’
গোয়ালভাওর বাজারের গরুর হাট ইজারাদারের পক্ষ থেকে হাটে সার্বক্ষণিক স্বাস্থ্যবিধি মানাসহ জনসচেতনামূলক বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়া হাটের তথ্যকেন্দ্র, হাসিল আদায়ের স্টেজ তৈরির কাজ চলছে।
নয়াহাট বাজারের পশুর হাটের ইজারাদারের পক্ষে হাটে সার্বক্ষণিক মনিটরিং টিমের সদস্য ইমরান হোসেন মিলন ভূঁইয়া বলেন, ‘হাটে যারা গরু আনছেন তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা দেখছি। এছাড়া তাদের থাকার জায়গা করে দেওয়া হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি।’
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারকে ফরিদগঞ্জ উপজেলায় এ বছর কতগুলো গরুর হাট বসবে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘ফরিদগঞ্জে যতগুলো বাজার রয়েছে, আনুমানিক সবগুলো বাজারেই কুরবানির পশুর হাট বসবে। সেই হিসেবে ৪০টির মতো হাট হতে পারে এ বছর।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ