মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড.এ.এইচ. এম. কামরুজ্জামান এর ব্যক্তিগত উদ্যোগ দরিদ্র দিন মজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে পৌর শহরের বিভিন্ন সড়কে হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার পুলিশ সুপার ড.এ.এইচ. এম. কামরুজ্জামান
এদিকে পুলিশ সুপার করোনা ভাইরাস সম্পর্কে তাদের সতর্ক করে নিদিষ্ট সময় অনুযায়ী বাড়ী থেকে বের না হতে রিক্সাচালক ও নিম্ন আয়ের মানুষদের এ অনুরোধ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিয়াজুল কবির, পুলিশের জেলা গোয়েন্দা শাখার প্রধান ইকবাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া সহ পুলিশের সদস্যবৃন্দ।