আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার: আটক ১

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় । গত ১৬ জুলাই (শুক্রবার) গভীর রাতে মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা দরগাঘোনা এলাকার একটি বাড়ীর আঙ্গিনা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ । মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) জাহেদুল ইসলামের নেতৃত্বে ওসি, তদন্ত ওসিসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কালারমার ছড়ার উত্তর নলবিলার দরগাহঘোনা এলাকায় একটি বাড়ির আঙ্গিনার মাটির নিচে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । উল্লেখ্য ঃ গত ৩০ জুন একারাম হত্যায় উত্তর নলবিলার আব্দু মোনাফের পূত্র কবিরের নেতৃত্বে হত্যা করে মাতারবাড়ীর ওয়াপদার পাড়ার পাশে কোহেলিয়া নদীতে ফেলে দেওয়া হয় । তার পরের দিন সকালে কবিরকে জনগণের সহয়তায় গ্রেফতার করে পুলিশ । তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসবাদ করলে সে অস্ত্র ও হত্যার কথা প্রাথমিক ভাবে স্বীকার করে । তার স্বীকারোক্তি মুলক রাত ভর অভিযান চালিয়ে তার বাড়ির আঙ্গিনার মাটির নিচ থেকে ২টি এলজি বন্দুক ও ২টি গোলাবারুদ উদ্ধার করা হয় এবং তার স্বীকারোক্তি মূলক হত্যার সাথে জড়িত সন্দেহজনক মাতারবাড়ীর রহুল আমিন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ ।
মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম বলেন , আলোচিত একরাম হত্যার প্রধান আসামী কবিরকে রিমান্ডের পর তার স্বীকারোক্তি মূলক রাত ভর অভিযান চালিয়ে তার বাড়ির আঙ্গিনা থেকে ২টি দেশীয় অস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা হয় ও হত্যার সাথে জড়িত সন্দেহ জিজ্ঞাসবাদের জন্য ১ জনকে আটক করা হয় বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ