মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে সুরাইয়া খাতুন নামের আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি উপজেলার বান্দায়খাড়া কলেজপাড়া গ্রামে ঘটেছে। শিশুটি ওই এলাকার সুমন হোসেনের কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯র্মাচ) সকাল সাড়ে ১১ টায় সময় কাছেই নানা বাড়ি যেয়ে সকলের অগোচরে অসাবধানতা বসত বাড়ির পার্শ্বে একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে আশপাশে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে।
স্থানীয় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।