আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

ফেনীতে কর্মহীন মানুষদের জন্য সংসদ সদস্য নিজাম হাজারীর পক্ষ থেকে ত্রাণ বিতরন কার্যক্রম উদ্বোধন

আলাউদ্দিন সবুজ. ফেনী

 

করোনার প্রাদুর্ভাব যতদিন, ততদিন ত্রাণ সামগ্রী প্রদানের ঘোষণা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। আজ রবিবার ব্যক্তিগত পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও হতদরিদ্রদের ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় এ প্রতিশ্রুতি দেন তিনি। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান। এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজমান, পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এমপি নিজাম হাজারী সাংবাদিকদের জানান, জনসমাগম এড়াতে প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একজন করে দায়িত্ব দেয়া হয়েছে। ফেনী-২ সংসদীয় এলাকার পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২ ইউনিয়নের গরীব ও অসহায় ৫০ হাজার মানুষকে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেট ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল এবং তেল রয়েছে। প্রতিদিন ১৮ টি পিকআপে নিত্যপন্য বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে। পর্যায়ক্রমে আরো ৭০ হাজার প্যাকেট বিতরনের প্রস্তুতি রয়েছে। নির্ধারিত সূচি অনুযয়ী আজ সকালে শর্শদী ও ফরহাদ নগর, বিকালে ফাজিলপুর ও ধর্মপুর, সোমবার সকালে পাঁচগাছিয়া ও মোটবী, বিকালে ছনুয়া ও কাজিরবাগ, মঙ্গলবার কালীদহ, ধলিয়া, লেমুয়া ও বালিগাও ইউনিয়নে বিতরন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ