আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মহিলা মেম্বারের বিরুদ্ধে রাস্তার ইট খুলে নেয়ার অভিযোগ উঠেছে মর্মে উক্ত এলাকার বাসিন্দারা রবিবার (১১ জুলাই) ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ১নং পাথরডুবি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছাঃ আর্জিনা বেগমের স্বামী মোঃ রফিকুল ইসলাম (বকুল) এর স্ত্রীর বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। ঘটনা সূত্রে জানা যায় মহিলা সদস্যা মোছাঃ আর্জিনা বেগমের স্বামী মোঃ রফিকুল ইসলাম (বকুল) তার স্ত্রীর পরিবর্তে ইউনিয়নের ৪, ৫ ও ৬ এর যাবতীয় কার্যাবলীতে ভূমিকা রাখেন। এ সম্পর্কে উক্ত এলাকার বাসিন্দা মোঃ জহুরুল হক, মোঃ আজিজ, মোঃ আব্দুস সামাদ বলেন যে, আমরা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের ১নং পাথরডুবি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছাঃ আর্জিনা বেগমের স্বামী মোঃ রফিকুল ইসলাম (বকুল) তার স্ত্রীর পরিবর্তে ইউনিয়নের ৪,৫ও৬এর যাবতীয় কার্যাবলীতে ভ‚মিকা রাখেন। তার স্ত্রী নির্বাচিত হওয়ায় তার স্বামী রফিকুল উক্ত পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন তালিকা প্রণয়নে অনিয়ম ও সেচ্চাচারিতা সহ শালিশ বিচারে দুর্নীতি করার পাশাপাশি বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের কাজ হাতে নিয়ে দুর্নীতির মাধ্যমে সঠিকভাবে কাজ সম্পন্ন না করে সরকারি টাকা আত্মসাৎ করে আসিতেছে । ৫ নং ওয়ার্ডের মৃত- কাসেমের ছেলে ফরহাদ ও ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান এর বাড়ির সামনে গত ১ বৎসর পূর্বে সরকারি বরাদ্দকৃত এলজিইডি থেকে রাস্তা রক্ষার্থে রাস্তার ধারে প্রায় আনুমানিক ২৫০ ফিট প্লাসাইড (সড়ক রক্ষা) নির্মিত হয়। ঘটনার দিন গত ০৮-০৭-২০২১ইং রোজ বৃহস্পতিবার, আমরা এলাকাবাসি দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় ফরহাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখি ১নং পাথরডুবি ইউনিয়নের ইউপি সদস্যা মোছাঃ আর্জিনা বেগমের স্বামী রফিকুল ইসলাম নিজে রাস্তার পার্শ্বে দাড়িয়ে থেকে ওই নির্মানকৃত প্লাসাইডের ইটগুলো কিছু শ্রমিক দ্বারা ভেঙ্গে তার বাড়ির দিকে নিতেছিল, ওই প্লাসাইডের অর্ধেকের বেশি ইট ভেঙ্গে তার নিজ বাড়িতে নেওয়া শেষ হয়েছে, এসময় আমরা তাকে এই বলে বাঁধা দেই যে, অকশন ছাড়াই সরকারি ইট আপনি আপনার বাড়িতে নিতে পারেন না। তার প্রতিউত্তরে তিনি আমাদের বলেন আমি অকশন ছাড়াই এখন তো অর্ধেক নিয়েছি বাকিটুকুও নিব তোরা পারলে ঠেকাইশ। সমাজ-সেবকের স্বামীর এমন আচরণে, তখন আমরা নিরুপায় হয়ে এলজিইডি প্রকৌশলী জনাব মোঃ এন্তাজুর রহমান কে মোবাইল ফোনে জানাই, ফোন পেয়ে তিনি তার অধিনস্থ কর্মচারীকে বিকেলে আনুমানিক ০৫ ঘটিকার সময় পাঠান। অধিনস্থ কর্মচারী মোঃ খোকন ঘটনাস্থলে গিয়ে, রফিকুল ইসলামের বাড়িতে রাখা প্লাসাইডের ইট এবং অবশিষ্ঠ সরকারি প্লাসাইড দেখে তার মোবাইল ফোনে ছবি করে নিয়ে, তার সাথে যোগাযোগের জন্য তার মোবাইল নম্বরটি নিয়ে আসেন। বর্তমানে উক্ত প্লাসাইডের প্রায় ১৫০ ফিটের সরকারি ইটগুলো তার বাড়িতেই রহিয়াছে এবং লোকমুুখে জানতে পারি সে বলিয়া বেড়াইতেছে যে, অকশন ছাড়াই অর্ধেকের বেশি নিয়েছি বাকিটুকুও নিব, তোমরা এলাকাবাসী আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে কী করতে পার তাই দেখা যাবে। এছাড়াও সরকারি হতদরিদ্র চল্লিশার ননওয়েজ প্রকল্প গ্রহণ করেন, মইদাম বাজার জামে মসজিদের, আমরা জেনেছি প্রকল্পটিতে লেট্রিন নির্মান কাজ দেওয়া হয়েছে। কিন্তু তিনি সে প্রকল্পের কাজ নির্মান না করে পুরাতন লেট্রিনটিই সংস্কার করতে দেখি। সেখানেও বাঁধা দিলে আমরা একই হুমকির মুখে পড়ি। তিনি এভাবে প্রতিনিয়তই দুর্নিতি মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। সরকারি সম্পদ আত্তসাৎ এবং সরকারি প্রকল্পের কাজে দুর্নীতিকারী উপজেলার “১নং পাথরডুবি ইউনিয়নের ৪,৫ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছাঃ আর্জিনা বেগম এর স্বামী মোঃ রফিকুল ইসলাম(বকুল)” এর বিরুদ্ধে আইনী কঠোর ব্যবস্থা নিতে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। ভূরুঙ্গামারী উপজেলা এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ এন্তাজুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন এ ব্যাপারে কোন অফিস অর্ডার বা অকশনের বিষয় ছিল না যখন তারা রাস্তার ওই ইট তুলে নিয়ে যায়, তবে আমার জানামতে ওই মহিলা মেম্বারের স্বামী বকুল না কী যেন নাম তিনি করেন, তবে আমাদের লোক সেটা দেখে ইট গণনা করেছে এবং পরবর্তীতে এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলে অকশন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত রফিকুল ইসলাম বকুলের সহিত মুঠোফোনে কথা বললে তিনি পুরো বিষয়টিকে অসিকার করেন এবং বলেন উনার বিরোধী দল শত্রুতা করে এসব বলেছেন।স্থানীয় জনপ্রতিনিধি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ