আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা মোকাবেলায় আরও শক্তিশালী হল সাভার

নিজস্ব প্রতিবেদক :

সাভার উপজেলা পরিষদের অর্থায়নে করোনা পরিস্থিতি মোকাবেলায় অক্সিজেন সিলিন্ডার সহ সুরক্ষা সামগ্রী পেল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সোমবার (৫ জুলাই) এসব সামগ্রী গ্রহণ করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। এসময় প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী বুঝে নেন তিনি।

এ ব্যাপারে ডা. সায়েমুল হুদা জানান, সাভারে করোনাভাইরাস এর হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির কাছে এসব সুরক্ষা সামগ্রীর প্রস্তাব আমি করেছিলাম কিছুদিন আগে। ওই প্রস্তাবের প্রেক্ষিতে পরবর্তীতে সাভার উপজেলা পরিষদের অর্থায়নে সোমবার এসব সুরক্ষা সামগ্রী পাঠায় উপজেলা কর্তৃপক্ষ।
সাভারের করোনা পরিস্থিতি মোকাবেলায় এগুলো আমাদের শক্তি বাড়াবে। আমাদের আগেই ৩৫ টার মত অক্সিজেন সিলিন্ডার ছিল। কিন্তু বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমাদের এগুলো খুবই প্রয়োজন ছিল।

সরবরাহকৃত সামগ্রীগুলো হল- ৪৩ পিস অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder), ২ পিস অক্সিজেন কনসেন্ট্রেটর (Oxygen Concentrator (5L), ২ পিস অক্সিজেন কনসেন্ট্রেটর (Oxygen Concentrator (9L), ২০ পিস পালস অক্সিমিটার (Pulse Oxymeter), ১৮৯ পিস রি-ব্রেথিং মাস্ক (Re-breathing Mask), ১০ ইস অটোমেটেড থার্মোমিটার (Automated Thermometer)।

এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক সহ সংশ্লিষ্টরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ