আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

আইসোলেশনে থাকা সনু সাহার মৃত্যু নিয়ে তোলপাড়, অবশেষে করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ

ইব্রাহীম খলীল – চাঁদপুর প্রতিনিধিঃ

 

চাঁদপুরের পুরানবাজার নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা চাকুরিজীবী বজ্রনাথ সাহা সনুর (৩৬) মৃত্যু নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে এই নানা জল্পনা-কল্পনার অবশান হয়েছে। মারা যাওয়ার পর তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।অর্থাৎ সনু করোনাভাইরাসে আক্রান্ত ছিল না। শনিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। রাতেই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত সনু নারায়নগঞ্জে চাকুরি সূত্রে সেখানে বসবাস করেন। কয়েকদিন আগে তাকে পেটে ব্যাথা ও পায়খানা না হওয়ার সমস্যা নিয়ে ঢাকার ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পায়খানার সমস্যা ভালো হওয়ায় সে বাসায় চলে আসে। এরপরে আবার সর্দি-কাশি ও ঠান্ডার সমস্যা নিয়ে গত ২৫ মার্চ বুধবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।

সনু করোনায় আক্রান্ত ছিল কিনা- এ নিয়ে তিনি মারা যাওয়ার পর চাদঁপুরের পুরানবাজারসহ সারা শহরে তোলপাড় শুরু হয়েছিল। রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নানা জল্পনা-কল্পনা ও প্রশ্নের অবশান ঘটে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ