আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

চাঁদপুরস্থ বিভিন্ন বাজারের দোকানের সামনে গোলবৃত্ত দিয়ে দূরত্ব নির্ণয় করছে জনপ্রশাসন

ইব্রাহীম খলীল – চাঁদপুর প্রতিনিধিঃ

 

চাঁদপুরস্থ বিভিন্ন বাজারে যে সকল দোকান খোলা রেখে জনসাধারণকে সেবা দেওয়ার অনুমতি প্রদান করা হয় নোবেল করোনা ভাইরাস রোধে সে সকল দোকানের সামনে দুরুত্ব বজায় রাখার লক্ষ্যে সকল দোকানের সামনে ৩ ফুট অন্তর অন্তর গোল বৃত্ত একে দেওয়া হয়।
এ সময় উপস্থিতি ছিলেন অত্র প্রশাসনের নেতৃত্ব দানকারী কর্মীগণ এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। আজ চাঁদপুরের বিভিন্ন স্হানে এ কার্যক্রম চলমান ছিল।
বিভিন্ন প্রশাসন থেকে অংশগ্রহণকারী প্রতিনিধি বলেন আমরা পর্যায়ক্রমে পুরো চাঁদপুরের তা কার্যকর করবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত জনসাধারণকে
নোবেল করোনা ভাইরাস প্রভাব ও ক্ষতি সম্পর্কে অবগত করা হয়। এবং গোল বৃত্তের মধ্যে থেকে এক এক করে ক্রমান্বয়ে সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
যাতে করে নোবেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ