আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে প্রি-পেইড মিটার রিচার্জ করতে পারবেন সকাল ৯টা থেকে দুুপুর ১২ পর্যন্ত

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

গ্রাহকদের প্রি-পেইড মিটার রিচার্জ করতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা হবে লক্ষ্মীপুরের পিডিবি বিদ্যুৎ অফিস। শনিবার সন্ধ্যায় (২৮মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পিডিবি কর্তপক্ষ।

বিদ্যুৎ বিভাগ জানান, করোনা ভাইরাস সংক্রমনের কারণে ২৬ মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ অফিস বন্ধ রাখার হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতীত অন্যদিন ভেন্ডিং কার্যক্রমের সময় অথবা প্রি-পেইড মিটারের টাকা রিচার্জের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। প্রি-পেইড মিটারের টাকা রিচার্জের সময় সামাজিক দুরত্ব বজায় রেখে মিটার রিচার্জ করার আহ্বান জানানো হয়।

প্রঙ্গত, পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত এ কর্মসুচি বলবত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ