আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধ
সুনামগঞ্জ সদর,দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজার ও জনসংযোগস্থল আকস্মিক পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শনিবার বিকেলে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল হক। দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে নিরাপদ মাত্রার চেয়ে অধিক জনসমাবেশ পরিলক্ষিত হলে, জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে বাজারটি নিরাপদ ও নিয়ন্ত্রিত করার লক্ষ্যে পাগলা উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্দিষ্ট সময়ের ব্যপ্তিতে স্থানান্তরের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া জগন্নাথপুর উপজেলার বাজার পরিদর্শন কালে বাজারে পন্যের যথেষ্ট মজুদ, দ্রব্য মূল্যের স্থিতিশীলতা এবং জনসমাগমের নিয়মতান্ত্রিকতা পরিলক্ষিত হয়। বাজার নিয়মিত পরিদর্শন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাকে নির্দেশনা প্রদান করেন।