আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

করোনা প্রতিরোধে বিভিন্ন সামগ্রী বিতরণ

মোঃ মশিউর রহমান, রংপুর প্রতিনিধি

 

রংপুরের গংগাচড়া উপজেলায় আতঙ্কে নয় সতর্ক হলে করোনা ভাইরাস নির্মুল করা যায়, এই স্লোগান কে সামনে রেখে গংগাচড়া স্বেচ্ছাসেবী সংঘ(gss) এর আয়োজনে গংগাচড়া উপজেলার ০৩ নং বড়বিল ইউনিয়ন ও ২ নং কোলকোন্দ ইউনিয়নে প্রায় ৩০০টি করোনা প্রতিরোধে লিফলেট ৫০০ টি মাক্স ও বিভিন্ন বাজারের রাস্তা স্প্রে করেন।
উক্ত করোনা প্রতিরোধে লিফলেট,মাক্স ও স্প্রে করার সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আফ্ফান হোসাইন আজমীর,সভাপতিঃ গংগাচড়া স্বেচ্ছাসেবী সংঘ(gss),গংগাচড়া,রংপুর।
সাধারণ সম্পাদকঃ মোঃ আসাদুজ্জামান বাপ্পি,নির্বাহী সদস্য মোঃ আব্দুল মান্নান,আঃ হান্নান, বিক্রম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ