আলাউদ্দিন সবুজ. ফেনী.
ফেনী শহরের মহিপালে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত ফারুক আহমদ মারা গেছে। শনিবার রাতে রাজধানীর জাতীয় অর্থপেডিক ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামে।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানo জহিরুল আলম জানান, বুধবার মহিপাল র্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয় ফারুক ও তার ছোট ভাই অপু। গুরুতর আহত অবস্থায় দুই সহোদরকে ঢাকার জাতীয় অর্থপেডিক ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফারুক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর বলিবাড়ীর মরহুম সফি উল্যাহর (বুলুমিয়া) বড় ছেলে। তার দেড় মাস বয়সী সন্তান রয়েছে। সে ফেনী শহরের পুরাতম জেলা কারাগার সম্মুখস্ত নীল মেঘ ইভেন্টস এর স্বত্ত্বাধিকারী।