আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

রংপুরে মেডিকেল কলেজে পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে

মোঃ মশিউর রহমান, রংপুুর প্রতিনিধি

 

রংপুর মেডিকেল কলেজে এসে পৌঁছেছে করোনা ভাইরাস সনাক্ত করণ মেশিন পিসিআর ও কিট। বৃহস্পতিবার রাত পৌনে দশটায় ঢাকা থেকে ট্রাকযোগে আসে এসব মালামাল। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে সেটি স্থাপনের প্রক্রিয়া চলছে।

রংপুর মেডিকেল কলেজ কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ একেএম নূর-উন-নবী লাইজু জানান, বৃহস্পতিবার সকাল থেকেই আইইডিসিআর থেকে বলা হয় মেশিন আসার কথা শেষ পর্যন্ত রাত পৌনে দশটায় মেশিনটি আসে।

শুক্রবার রাত থেকেই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরির দুটি রুমে মেশিনটি স্থাপনের কাজ করছে গণপূর্ত বিভাগ। দিনরাত শ্রমিকরা কাজ করছেন। শনিবারের মধ্যেই স্থাপন হয়ে যাওয়ার আশা করছি।

তিনি আরও জানান, শিক্ষকদের সাথে প্রয়োজনীয় বৈঠক করে মেশিনটি পরিচালনা এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য জনবল নিয়োগ দিয়ে শনিবারের মধ্যে পরীক্ষা শুরু করতে পারবো বলে আশা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ