আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে করোনা আতঙ্কে ডাক্তার নেই মুমূর্ষ মাকে বাচাঁলেন সিভিল সার্জন

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার না থাকায় এক গর্ভবতীর সিজার করলেন জেলার সিভিল সার্জন ডা. আবদুল গফফার। সুস্থ আছেন নবজাতক ও মা।

করোনা ছোঁয়াচে হওয়ায় এই রোগ থেকে রক্ষা পেতে অনেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বিশেষ করে অনেক ডাক্তার স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকায় জেলা শহরে চিকিৎসা সেবা প্রায় ভেঙে পড়েছে।

তবে এর মধ্যে সাধারণ রোগের চিকিৎসা দিতে লক্ষ্মীপুর জেলার সরকারি হাসপাতালে হটলাইন নম্বার চালু করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের কঠোর নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে রয়েছেন প্রায় সব পেশার মানুষ। মাঠে কাজ করছেন জেলা পুলিশ, প্রশাসন, ডাক্তার, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।

সিভিল সার্জন ডা. আবদুল গফফার বলেন, এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ