আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় দেয়াল পড়ে  মৃত্যু এক নারীর 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় একটি দেয়াল ধসে পড়ে পারভীন আক্তার প্রিয়া (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানিম।

এর আগে সকালে ওই নারীর কর্মস্থল প্রাইম ক্যাপ বিডি লিমিটেডে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানার বোটহাট গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তিনি আশুলিয়ার শিমুলতলা এলাকার রতন খার বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দ শুনে শিমুলতলার মুক্তার মীরের বাউন্ডারির কাছে যায় স্থানীয়রা। সেখানে ধসে পড়া দেয়ালের নিচে পারভীন পড়ে আছে। পরে সেখানকার ট্রাক চালক ও সহযোগী পারভীনকে টেনে বের করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ বাউন্ডারি করে তার ভিতর অতিরিক্ত খোয়া ও বালু মজুদ করে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ। অতিরিক্ত খোয়া ও বালুর চাপে দেয়াল ধসে পড়ে তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক তানিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের পরিবার কে বাড়ির মালিক টাকা দিয়ে আপোষ মিমাংসা করেছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ