ইব্রাহীম খলীল – চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে করোনা সন্দেহ একজন তরুণকে(১৬) আইসোলেশনে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় এক তরুণকে পড়ে থাকতে দেখে কয়েকজন মিলে তাকে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার শরীর উপস্থিত নুমনা দেখে তাকে প্রাথমিকভাবে করোনা আক্রান্ত রোগী হিসাবে চাঁদপুরস্হ আইসোলেশনে পাঠান। হসপিটালের কর্তব্যরত আর এম ও ডাঃ এ এইচ এম সুজাউদ্দোলা রুবেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন বিকালে কিছু লোক এই রোগীকে হসপিটালে নিয়ে আসেন এবং নিয়ে আসা লোকজনকে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার জন্য নির্দেশ প্রদান। রোগীটির বাড়ি মানিকগঞ্জে। এখনো তাহার নাম জানা যায়নি। তিনি আরো বলেন, নিশ্চিত হওয়ার জন্য রোগীর রক্তের নমুনা আজ ঢাকা পাঠানো হবে।